জয়নাল আবেদীন হিরো, নীলফামারী, প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের পক্ষ থেকে অবিলম্বে ওই শিক্ষকের চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা: জিকরুল হক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন মুনতাছির আহাদ, মেহেদী হাসান, সাফায়েত হোসেন স্বচ্ছ প্রমূখ।

বক্তারা বলেন,গত ৫ আগষ্ট আমাদের এ প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষক মোস্তাফিজুর রহমান স্যারকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে । স্যারের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রাইভেট পড়ানোর সময় একটি ব্যাচে সহকর্মীদের নিয়ে কটুকথা বলেছেন এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলে শৃঙ্খলা ভঙ্গ করেছেন ।

তাঁরা বলেন স্যারের বিরুদ্ধে আনা এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । কারণ স্যারের বিরুদ্ধে অভিযোগে যেদিনের কথা উল্লেখ করা হয়েছে সেদিন ছিল সৈয়দপুর পৌরসভার নির্বাচন । ওই দিন স্যার কোন প্রাইভেট পড়াননি। বক্তারা অবিলম্বে ওই  
শিক্ষকের চাকুরীচ্যুতির আদেশ প্রত্যাহার করে কলেজে ফিরিয়ে আনার দাবী জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে