jorimana

বিডি নীয়ালা নিউজ(২২ই  জুন ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় লাচ্ছা সেমাই উৎপাদনকারী চার ব্যবসা প্রতিষ্ঠানকে
৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর
পরিবেশে ও নিম্নমানের সামগ্রী দিয়ে সেমাই তৈরির অভিযোগে ওই চার প্রতিষ্ঠানকে এ
জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেনের নেত্বত্বে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি পরিদর্শক গণেশ
চন্দ্র রায়, উপজেলা স্যানিটারি পরিদর্শক অহিদুল হক ও পৌর পরিদর্শক আলতাফ হোসেন।

অভিযানে আশা বেকারিকে ৩০ হাজার টাকা, তাজা ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, এএমএম
ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা ও আকবর ফুড প্রডাক্টসকে পাঁচ হাজার টাকা জরিমানা
করা হয়।

1 মন্তব্য

Leave a Reply to * * * Apple iPhone 15 Free: http://oncourier365.com/uploads/go.php * * * hs=0d914a323912a768f72cb899bc2479fe* উত্তর বাতিল

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে