জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুস্প স্তবক প্রদানের মধ্যদিয়ে দিনব্যাপি কার্যক্রম শুরু হয়। উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে মিলিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলিম। সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসাইন, ভাইস – চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস – চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সহকারী কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ( ওসি) আবুল হাসনাত খান ,উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু সহ প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। দিবসকে ঘিরে নানা আয়োজনের মধ্যে কেক কাটা, র‍্যালী ,চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক কর্মসুচী হাতে নেয় উপজেলা প্রশাসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে