জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে একটি মিল ও তিনটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আদানীর মোড় এলাকার আমিনুল ইসলামের ধান মিল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আধা ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, উল্লেখিত সময় আমিনুল ইসলামের মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পাশের ভেলুর খড়ির গোলা ভাংড়ির দোকান, আতাউর রহমান ও আইয়ুব আলীর অটো পার্টস দোকানে ছড়িয়ে পড়ে। আমিনুল ইসলাম জানান, সব মিলিয়ে আগুনে তাঁদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার খোরশেদ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণে চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে