জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ) ইউএসএ এর আর্থিক সহোযোগীতায় হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) রংপুর সংস্থা সৈয়দপুর উপজেলায় হিড সংস্থা কর্তৃক পরিচালিত এফওএইচ স্কুলে অধ্যয়নরত গরীব বস্তিবাসী ছাত্র ছাত্রীদের পরিবার, শিক্ষক শিক্ষিকাদের এবং উক্ত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারিবৃন্দের পরিবারের মাঝে 36 টি গরু ও 40 টি ছাগল কোরবানি করার মাধ্যমে কোরবানি প্রোগ্রাম 2023 বাস্তবায়ন সম্পন্ন করেছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দুই দিন ব্যাপী।

কোরবানি প্রোগ্রাম বাস্তবায়ন এর মাধ্যমে 1350টি গরীব বস্তিবাসী পরিবার উপকৃত হয়েছে। সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব আমিনুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরন কার্যক্রম শুরু করেন। এসময় আরও উপস্থিত ছিলেন এফওএইচ বাংলাদেশ কান্ট্রি ডাইরেক্টর সৈয়দ ওসামা জালাল, এফওএইচ এডমিন অফিসার মঈনুদ্দিন মোস্তফা, হিড সংস্থার সহ-সভাপতি এম এ বারী, প্রোগ্রাম ম্যানেজার ছাব্বির হোসেন, সৈয়দপুর উদ্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল, সম্পাদক আঃ লতিফসহ এফওএইচ স্কুল প্রকল্পের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে