news_picture_37533_dinajpur-honuman1-800x445

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শহরের কুন্দল এলাকায় ১০০ শয্যা হাসপাতালের পিছনে একটি বাড়ির দেয়ালে অবস্থান করছিল হনুমানটি। একথা জানাজানি হলে উৎসুক মানুষ দেখতে ছুটে আসে। সেখানে উৎসুক মানুষের ভীড় দেখে ওই স্থান ত্যাগ করে বিকেলে ঠাঁই নিয়েছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইনের একটি বড় পাকড় গাছে। সেখানেও মানুষজনের ভীড় দেখে গাছের সর্বোচ্চ ডালে বসে রয়েছে।

জানা যায়, কয়েকদিন আগে সীমান্ত পেরিয়ে আসা হনুমানটি প্রথমে ফুলবাড়ি, ২৬ অক্টোবর পার্বতিপুর উপজেলার সোনাপুকুর ইউনিয়নের সুরভি স্কুল ও কলেজের ছাদের উপর অবস্থান নেয়। গত ২৭ অক্টোবর ভোরে সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় দেখা যায় হনুমানটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে