জয়নাল আবেদীন হিরো, নীলফামাারী জেলা প্রতিনিধিিঃ নীলফামারীর সৈয়দপুরে রেলের সরকারি কোয়ার্টার দখলের জন্য আগুল লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুমন সিং টুলূর বিরুদ্ধে ।

গত শনিবার রাত ৮টার দিকে শহরের ইসলামবাগ পাওয়ার হাউজ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় আগুন নেভাতে গেলে প্রতিপক্ষের হামলায় পরিবারের চারজন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, শামসুল হক (৭০), সাহেদা বেগম (৫০), আহাত তানজিম (১৬) ও নুর নবী (১৫)।

শামসুল হক জানান, প্রতিবেশি রাম ব্রিজ ও তাঁর ছেলে সুমন সিং টুলু রেলের কোয়ার্টারসহ জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন।

শনিবার সুমনের নেতুত্বে একদল সন্ত্রাসী তাঁর কোয়ার্টার দখলের জন্য আগুন লাগিয়ে দখলের চেষ্টা চালান। বাধা দিলে তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে তাঁরা।

এ সময় আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সুমনের লোকজন হামলা করে পালিয়ে যায়। যাওয়ার আগে তারা ঘরের শোকেস ও আসবাপত্রসহ দোকান ভাংচুর অনেক ক্ষতি সাধন করেন ৷

এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে জানান, শামসুল হক৷ অভিযুক্ত সুমন সিং টুলু বলেন, মারধরের ঘটনা সঠিক নয়।

পূজো করার সময় দিয়া বাতি থেকে আগুন লেগে আমার ও প্রতিবেশির একটি বাড়ির কিছু অংশ পুড়ে গেছে মাত্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে