সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান, বাসের সুপারভাইজারসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরো আহত হয়েছে ১২জন । নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাযায়, শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চারা বটতলা এলাকা ও কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, চেয়ারম্যান আরিফুল ইসলাম গ্রহ শনিবার সকাল ১১টার দিকে মটর সাইকেলযোগে তাড়াশ থেকে সিরাজগঞ্জে একটি কর্মশালায় যোগদানের জন্য আসছিলেন। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোলের চারা বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা সুবর্ণা এন্টারপ্রাইজের একটি বাস মটর সাইকেলটিকে চাপা দেয়।

এতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে মটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক বাসটি আটক করা হয়েছে। অপর দিকে সিরাজগঞ্জের কাজিপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে সুপারভাইজারসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১২ জন।

তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেলেও অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, শনিবার ভোর রাতে কুড়িগ্রাম থেকে সুমন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বগুড়ার শেরপুর হয়ে সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক দিয়ে ঢাকা দিকে যাচ্ছিলো। বাসটি কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী ইউনিয়নের রোহৗবাড়ি নামকস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় বাসটি।

এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২জন নিহত ও ১২ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনার পর কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কাজিপুর থানার ওসি সুমিত কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিৎ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে