(নীলফামারী)॥ থেকে,কাওছার হামিদ :নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন- সততা একটি সর্বৎকৃষ্ট পন্থা। তোমরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে, তখন শিক্ষাজীবন থেকে গড়া উঠা সততা দিয়ে কাজ করে দেশকে দূর্নীতিমুক্ত করবে। তোমাদের হাত দিয়ে দূর্নীতিমুক্ত স্বনির্ভরশীল দেশ পরিণত হবে সে প্রত্যাশা আমাদের। ছাত্র জীবন থেকে সততা চর্চার জন্য সততা ষ্টোর চালুর উদ্দ্যোগ নেয়া হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবুল, শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বুলবুল, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম প্রমুখ। এ সময় সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি কিশোরগঞ্জ উপজেলার পুনর্বাসিত ১শ’ ২০ জন ভিক্ষুককে একটি বাড়ী একটি খামারের সঞ্চয় ব্যাংকের মাধ্যমে ঋণের অর্থ বিতরণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে