১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে  সিনিয়র ‘সিটিজেন্স সোসাইটি’র উদ্দ্যোগে ও শতায়ু সংসদ, উত্তরা’র সহযোগিতায়  ১২০ জন দুঃস্থ অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ।সংগঠনের জেনারেল সেক্রেটারি আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক – বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর সম্পাদক আমিনুল ইসলাম বেদু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শতায়ু সংসদ, উত্তরা এর সাধারণ সম্পাদক ও উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আকাশ আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এসপি  এ টি এম ফারুক হোসেন, ১১ নং সেক্টর বায়তুন নুর জামে মসজিদ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, সাবেক কাষ্টমস্ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক, জনতা ব্যাংকের  ডিজিএম আবদুল্লাহ আল মাসুদ, জনতা ব্যাংকের জিএম হাফিজুর রহমান, শতায়ু সংসদ, উত্তরা এর  সহ-সভাপতি মজিবুর রহমান খান ও এডভোকেট আলাউদ্দিন আল মামুন প্রমুখ সমাজ সেবকবৃন্দ।দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা আবদুস সোবহান তালুকদার ও শাওল হার্ট সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডা ফরহান আহমেদ ইমন।ফ্রি চিকিৎসা সেবা গ্ৰহনকারী দুঃস্থ গরীব রোগীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মহিলারা ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশি মনে ৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাত বরণকারী সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

U/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে