রাজধানীর উত্তরায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়াই তৈরি করা হত সফটিফিট-১০ ও মি অ্যান্ড মম নামের স্যানিটারি ন্যাপকিন। এছাড়াও মজুদ রাখা হত হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সামগ্রী। যা নতুন করে মোড়ক করে নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চ দামে বিক্রি করা হতো।

উত্তরা ৯ নম্বর সেক্টরের ৫ সড়কের ৫২ নং সালাউদ্দিনের বাড়িতে এইচ এস ডিস্ট্রিবিউশন নামের কারখানায় সোমবার  দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ প্রতিবেদককে সত্যতা নিশ্চিত করে জানান, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাগজপত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলো। তারা এখানে বাসা বাড়িতে ব্যবসা পরিচালনা সহ বিভিন্ন কোম্পানির চিকিৎসা সামগ্রী এনে নতুন করে মূল্য সংযোজন করে বিক্রি করতো। তাদেরকে সতর্ক করে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

U/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে