puja

নীলফামারী প্রতিনিধিঃ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাম্বলীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। হিন্দু ধর্মাবলম্বীরা চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানালেন।

১১ অক্টোবর মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে সনাতনধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

গত ০৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তারা এ আনুষ্ঠানিকতা শেষ করেন।

বিজয়া দশমী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটির দিন। বিজয়া দশমীর পূজা শুরু হয় সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা সমাপন ও দর্পন বিসর্জন হয় সকাল ৯ টা ৪৯ মিনিটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে