গোলাপগঞ্জ (সিলেট) থেকে, আজিজ খানঃ  গোলাপগঞ্জে দিনভর বিভিন্ন অনুষ্ঠানে গতকাল ব্যস্থতম দিন কাটালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। লক্ষীপাশা ও ফুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন, পূর্বরেঙ্গা উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের উদ্বোধন, সুন্দিশাইল ও ঘাগুয়া রাস্তার পাকাকরণের ভিত্তি প্রস্থর স্থাপনসহ ৪ কিলোমিটার গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সর্বশেষ বিকেল সাড়ে ৩টায় উপজেলার সব চেয়ে কম সুবিধা প্রাপ্ত অঞ্চল কুশিয়ারা নদী তীরবর্তী ঘাগুয়া গ্রামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শেখ হাসিনার মত যোগ্য নেতার কারনে বাংলাদেশ আজ এত উন্নতি লাভ করতে সক্ষম হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশ ও জাতির কল্যাণে আজ নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। যোগ্য নেতৃত্বের কারনে বাংলাদেশ আজ অভাবনীয় সফলতা অর্জন করেছে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে পৃথিবীর অনেক দেশে গবেষণা চলছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি। একদিন বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করে ধনী রাষ্ট্রে পরিণত হবে, এমন প্রত্যাশা করি।

তিনি সুন্দিশাইল ও ধারাবহর গ্রামের বিভিন্ন অংশে সাম্প্রতিক সময়ে সম্পন্ন হওয়া বিদ্যুৎ লাইনের শুভ গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন ঘোষণা করে বলেন, বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনে গভীর ভাবে জড়িয়ে আছে। প্রতিটি মুহূর্তেই যেন বিদ্যুৎ প্রয়োজন। মানুষের এই প্রয়োজনের বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎখাতকে প্রধান্য দিয়েছেন। যার ফলে বিএনপি জোট সরকারের সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ এখন প্রায় ১৫ হাজার মেগাওয়াডে উন্নীত হয়েছে। আমাদের দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই, পুরাতন লাইন লোড বহন করতে গিয়ে মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বস্থ করেন। চলতি বছরের মধ্যেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার সব ক’টি এলাকা বিদ্যুতায়নের আওতায় চলে আসবে বলে তিনি ঘোষণা করেন।

ঘাগুয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে, স্থানীয় আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন কুটলের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক, আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুল হক, বীর মুক্তিযোদ্ধা কাওসার হোসেন তেরা মিয়া, সাবেক ইউপি সদস্য জুবায়ের আহমদ আফতাব, প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ বালা মিয়া, ছাত্রলীগ নেতা সাহেদ আহমদ। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, দেশের শ্রেষ্ট সমবায়ী ব্যক্তিত্ব আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী এমএ ওয়াদুদ এমরুল, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, বিশিষ্ট সমাজসেবী এনাম আহমদ, কবি ও লেখক আলীম উদ্দিন বাবলু, তরুণ শিক্ষক আবু সুফিয়ান আজম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এমদাদ রহমান, রুমেল সিরাজ, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক এজিএস মনসুর আহমদ, উপজেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম, আজমল আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ আনা মিয়া, আমুড়া ইউপি সদস্য যুবলীগ নেতা কামরান হোসেন, ইউপি সদস্য তারেক আহমদ, লুকুছ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, সেক্রেটারী দেলওয়ার হোসেন দিপন, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমদ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে