আতিকুর রহমান, লালপুর. নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের জনগুরুত্বপূর্ন পৃথক দুইটি ১৭শ মি.কাঁচা রাস্তা চুক্তিমূল্যে ১ কোটি ৫৯ লক্ষ ৫৭ হাজার ৮শত ১৪ টাকা ব্যায়ে পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর ২০২৩) বিকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের সিরাজিপুর মিল বটতলা এবং ইসলামপুর দক্ষিণপাড়া সংলগ্ন নাম ফলক উন্মোচনের মাধ্য দিয়ে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালপুর সূত্রে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প -৩ আওতায় উপজেলার চংধুপইল ইউনিয়নের সিরাজিপুর মিল বটতলা হইতে নরেন্দ্রপুর ফ্রাম, রাস্তা পর্যন্ত চুক্তিমূল্যে ৪৭ লক্ষ ৫১ হাজার ৬শত ৯৬ টাকা ব্যায়ে ১২ মি. রাস্তা পাকাকরন এবং গোপালপুর আব্দুলপুর ইউজেড আর মিল বটতলা হইতে চকনাজিপুর আব্দুলপুর পর্যন্ত চুক্তিমূল্যে ১ কোটি ১২ লক্ষ ৫১ হাজার ৬শত ৯৬ টাকা ব্যায়ে ১২ মি. রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করন কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালপুর।

উদ্বোধন অনুষ্ঠানে লালপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবীদ মোহাম্মদ খবির উদ্দিন মোল‍্যা,নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ‍্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বদিউর রহমান বদর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমূখ।

ঐ এলাকার অসংখ্য মানুষের দীর্ঘদিনের দাবি এই কাঁচা রাস্তাটি পাকা হচ্ছে দেখে আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়,বিগত কয়েক যুগ ধরে বহু জনের বহু প্রতিশ্রুতিতে যে কাজ হয়নি,নর্থ বেঙ্গল সুগার মিলস্ পৌর মহাশ্মশানের শববহনকারী এবং শিব শিলায় গঙ্গাজল অর্পণসহ অন্যান্য পূজানুষ্ঠানে ভক্তবৃন্দের যাতায়াতের সুবিধার্থে বটতলা হতে মহাশ্মশান অভিমুখে রাস্তার সেই কাজ আজ সবার সামনে দৃশ্যমান হতে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে