আতিকুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা চলাকালে কলেজের দোতালার ছাদের প্লাস্তার খসে পড়ে খাদিজা খাতুন নামের এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (২৪ মে ২০২৩) উপজেলার গোপালপুর অনার্স ও ডিগ্রী পাশ কলেজে এ ঘটনা ঘটে। আহত খাদিজা খাতুন উপজেলার বরমহাটি গ্রামের মোহাম্মাদ চাঁন্দের মেয়ে ও ওই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার কলেজের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ২০৯ নম্বর কক্ষে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা।পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ছাদের প্লাস্তার খসে ওই পরীক্ষার্থীর উপর পড়লে সে মাথায় ও হাতে আঘাত পায়। সাথে সাথে কলেজের অধ্যক্ষ সহ অন্যরা আহত পরীক্ষার্থীকে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গোপালপুর অনার্স ও ডিগ্রী পাশ কলেজের অধ্যক্ষ বাবুল আকতার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাথায় ও হাতে সামন্য আঘাত পেয়েছে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার অভিভাবকের মাধ্যমে পরিবারের কাছে পৌছে দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে