আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোলেমান গণির লাশ দাফন করা হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ভোটমারী হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা সোলেমান গণি (আর্জেন্ট)কে গার্ড অব অনার দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে ভোটমারী জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সোলেমান গণি উপজেলার ভোটমারীর মৃত ফরমান আলীর এক মাত্র ছেলে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২৬ সেপ্টেম্বর সকাল ৬.৩০ টার দিকে বার্ধক্যজনিত কারণে গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহে অ-ইন্না ইলাহে রাজেউন)। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে