মারুফ সরকার ঢাকা: রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ং শো রুমের ঠিক বিপরীতের একটি ভবনের নিচতলা থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের পর অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।একই ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩৯ জনকে। এই ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমীন ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। তারা বলেন , যারা নিহত হয়েছেন আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক। এমন ঘটনা আসলে কেউ মেনে নিতে পারে না। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আর আল্লাহর কাছে বলি তাদের এই শোক সহ্য করার ক্ষমতা দেন করো আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সব খরচ সরকারকে বহন করতে হবে। এখানে অনেক গরিব মানুষ আছে যারা নিজেদের চিকিৎসা নিজেরা করাতে পারবে না । তাই তাদের যে খরচ সেটা সরকার বহন করবে বলে আমরা মনে করি ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে