১৯৭৫ সালে তামিল ছবি ‘অপূর্ব রাগনগল’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন রজনীকান্ত। ৪৫ বছর দাপটের সঙ্গে বড় পর্দায় রাজত্ব করে রজনীকান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এবার রাজনীতি করবেন। নিজের রাজনৈতিক দল তৈরি করবেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ৭০ বছর বয়সী এই অভিনেতা।

ভারতীয় সিনেমার জনক দাদাসাহেবের আসল নাম ধুনদিরাজ গোবিন্দ ফালকে। ১৮৭০ সালের ৩০ এপ্রিল জন্ম নেন তিনি, মারা যান ১৯৪৪ সালের ১৬ ফেব্রুয়ারি। ১৯১৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘রাজা হরিশচন্দ্র’। এটিকেই ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ধরা হয়। ৩১ বছরের ক্যারিয়ারে ৯৫টি সিনেমা বানিয়েছেন তিনি। আরও আছে ২৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাঁর নামে দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে ভারতীয় সিনেমার অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কার। পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ রুপি। এর আগে সত্যজিৎ রায়, রাজ কাপুর, লতা মঙ্গেশকর, দীলিপ কুমার, অমিতাভ বচ্চন, আশা ভোঁসলে এই পুরস্কার পেয়েছেন।

PA

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে