রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৭১৯। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ১ জন নিয়ে বিভাগে মোট ১ হাজার ২২৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩২৪ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯১, ঠাকুরগাঁওয়ে ২৪৮, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৭, লালমনিরহাটে ৬৬, কুড়িগ্রামে ৬৭ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৭৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৩। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ ১৪, রংপুর জেলায় ৯, পঞ্চগড়ে ৪, নীলফামারীতে ৪, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ৫, দিনাজপুরে ৪ ও গাইবান্ধায় ২ জন রয়েছেন। এদিকে গত এক দিনে বিভাগে ৬৮ জন সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ কমলেও সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

Pr/A

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে