ডেস্ক রিপোর্টঃ পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত বিমানের ১৫টি বিশেষ ফ্লাইট বাতিল করা হলো। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটের বিজি-৩০৭১ নামের বিশেষ হজ ফ্লাইট এবং আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটের বিজি-০১০৭৫ নামের বিশেষ হজ ফ্লাইট  বাতিল করা হয়েছে।’

গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের মোট ১৮৭টি ফ্লাইটে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জনকে পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ যাত্রী এবং সৌদি এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে