miraz-29-2a

ডেস্ক রিপোর্টঃ অলরাউন্ডার হলেও ব্যাট হাতে সফলতা আসেনি। কিন্তু বল হাতে ঠিকই ইংলিশ ব্যাটসম্যানদের ভুগিয়ে চলেছেন মেহেদি হাসান মিরাজ। তিনি একাই মিরপুর টেস্টে সফরকারীদের ৫ উইকেট তুলে নেওয়ায় দলীয় ১৪০ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। সর্বশেষ ব্যক্তিগত ১৩ রানের মাথায় অভিষিক্ত জাফর আনসারিকে ফিরিয়েছেন বাংলাদেশের এই তরুণ তুর্কি। এরপর তাইজুল এসে সেট ব্যাটসম্যান জো রুটকে ফিরিয়ে দিলে কোণঠাসা হয়ে পড়ে সরফরকারীরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলেছে ইংল্যান্ড। ক্রিসে আদিল রশিদ ৩ এবং ক্রিস ওকস ২ রান নিয়ে ব্যাট করছেন।

আগের দিন প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ৩ উইকেট হারিয়ে ধুকছিল ইংল্যান্ড। শনিবার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম মিলে বেলা না গড়াতেই মঈন আলির, বেন স্টোকসের ও বেয়ারস্টোর উইকেট তুলে নেওয়ায় বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। দলীয় ১১৪ রানের মাথায় ৬ জন ব্যাটসম্যানকে হারিয়ে চাপের মুখে রয়েছে ইংলিশ ব্যাটিং লাইন।

শনিবার দিনের শুরুতে মিরাজের করা ১৫তম ওভারের তৃতীয় বলে মঈন বোল্ড হয়ে যান। ১৭ বলে ১০ রান নিয়ে ব্যাটিং করছিলেন তিনি।

১৬তম ওভারে তাইজুলের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ খুঁজে নেন স্টোকস। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।

৩৩তম ওভারে আবারো বোলিংয়ে ফিরে ক্রমেই বিপদজনক হয়ে ওঠা বেয়ারস্টোকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। ৪১তম ওভারের শেষ বলে স্লিপে থাকা শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আনসারি।

ইংলিশদের চরম বিপর্যয়ের সময় দেয়াল হয়ে দাঁড়ানো জো রুট ক্যারিয়ারের ২৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন। তবে ব্যক্তিগত ৫৬ রানে থাকা অবস্থায় তাইজুল তাকে লেগ বিফোরের ফাঁদে ফেললে একেবারেই খেই হারিয়ে ফেলে অতিথিরা।

মিরপুরে প্রথম ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করলেও ক্ষতির কিছুটা আগেভাগেই পুষিয়ে রেখেছে তাদের বোলিংলাইন। শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক বাংলাদেশকে ২২০ রানেই অলআউট করে তারা।

পি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে