কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যা নিকেতনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ ও অভিভাবক সমাবেশ ৩০ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানে সুচনা হয়। অত্র বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেসে উপস্থিত ছিলেন রংপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনায়েত হোসেন, রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক হামিদুর রহমান, সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুরের সহযোগি অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, ইয়োংলি গ্রæপ চায়না জেনারেল ম্যানেজার জিকরুল আলম মন্ডল।

বক্তব্য রাখেন সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, কিশোরগঞ্জ সোনা মণি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিক্ষাণুরাগি আলী আকবর, কবি আনিছুর রহমান, অভিাবক মোস্তাফিজার রহমান দুলাল।

উপস্থিত ছিলেন জাফরগঞ্জ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুজ্জামান লিখন, মাগুড়া শিখা সংগীত একাডেমির পরিচালক বিমল চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যা নিকেতনের ছাত্র ছাত্রীবৃন্দ। পরে ২০২২ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুড়া স্বাধীন বাংলা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক শামীম আজাদ রিপন। প্রথম পর্বের আলোচনা শেষে ২য় পর্বে অত্র বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে