সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধিঃ ভোলার ৪টি নির্বাচনী আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪টি আসনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। জেলার ৪টি আসনে ৫২৬টি কেন্দ্রে ১৫৫৩৭৫২ ভোটারের মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৫১%। ভোলা-১ আসনে মোট ভোটার-৩৭৪৮১৪ জন, এ আসনে মোট ১১৪টি মোট ভোট কাস্ট হয়েছে ৫৩.১৯%। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে তোফায়েল আহমেদ ১৮৬৭৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ শাহজাহান মিয়া পেয়েছেন, ৫৯৮০। জাসদ মনোনীত মশাল প্রতীক নিয়ে মোঃ ছিদ্দিকুর রহমান ৩৮২১টি। ভোলা-০১ আসন থেকে নবমবারের মতো ১৮৬৭৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন তোফায়েল আহমেদ। ভোলা-০২ আসনে মোট ভোটার ৩৬৫৪৪০, মোট ১৩৮ কেন্দ্রকে ভোট কাস্ট হয়েছে ৪৫.৯৭%। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নিয়ে আলী আজম মুকুল ১৫৯৩২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল প্রতীক নিয়ে মো: গজনবী ৩১৯১ ভোট পেয়েছেন। ডাব প্রতীক নিয়ে মো: আসাদুজ্জামান পেয়েছেন ২০০১ ভোট, ফুলের মালা প্রতীক নিয়ে শাহেনশাহ মো: শামসুদ্দিন মিয়া পেয়েছেন ১৩১৯ ভোট। ভোলা-০২ আসন থেকে তৃতীয়বারের মতো ১৫৯৩২৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন আলি আজম মুকুল। ভোলা-৩ আসনে মোট ভোটার ৩৫৯৮১৭, মোট ১১৯ কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৫৪%। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নুরনবী চৌধুরী শাওন পেয়েছেন ১৭১৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে মেজর অব: জসিম উদ্দিন পেয়েছেন ১৭৮৮৬ ভোট। জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে মো: কামাল উদ্দিন পেয়েছেন ১৬৫৩ ভোট। ডাব প্রতীক নিয়ে মো: আলমগীর ১৫১১ ভোট পেয়েছেন। ভোলা-০৩ আসন থেকে চতুর্থবারের মতো ১৭১৯২৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন নুরনবী চৌধুরী শাওন। ভোলা-৪ আসনে মোট ভোটার:-৪৫৩৬৮১, মোট ১৫৫ কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৫৮.৮০%। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২৪৬৪৭৮ ভোট। জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত লাঙ্গল প্রতীকজ নিয়ে মো: মিজানুর রহমান পেয়েছেন ৬০৪৩ ভোট। মাথাল প্রতীক নিয়ে আবুল ফয়েজ ৪৮২৮, আ প্রতীক নিয়ে মো: আলাউদ্দিন ২৩৮৫, সোনালী আশ প্রতীক মো: হানিফ ৩২৭৮ ভোট পেয়েছেন। ভোলা-০৪ আসন থেকে চতুর্থবারের মতো ২৪৬৪৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
রোববার রাতে ভোলা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার আরিফুজ্জামান তার সভা কক্ষে বেসরকারীভাবে আনুষ্ঠানিক এই ফলাফল ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে