ডেস্ক রিপোর্ট : আগামী ১০ মে জাতির সামনে ‘ভিশন ২০৩০’ বিস্তারিতভাবে তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুমোদন পাওয়া গেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ওইদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ভিশন ২০৩০’র প্রস্তাবনাগুলো তুলে ধরবেন তিনি। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর স্কয়ার হাসপাতালে শুক্রবার বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেনকে দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল। ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ বছর বয়সী সাহেরা হোসেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

সাহেরা হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কি কি কাজ করবে, দেশকে কিভাবে তারা উন্নত করবে, তাদের স্বপ্ন কি, সেগুলোই বেগম খালেদা জিয়া ১০ তারিখে সংবাদ সম্মেলন করে জানাবেন। এতে জাতীয় সংসদ নির্বাচনের মেনিফেস্টো (ইশতেহার) এবং সহায়ক সরকারের রূপরেখার দেওয়া হবে না।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেছেন, ‘আমাদের চেয়াপারসন একটি প্রেস কনফারেন্স করবেন। এটা এখনো আমরা নিশ্চিত নই, স্থান নির্ধারনের উপর এটা নির্ভর করবে। তবে খুব শিগগিরই এটা হবে। এতে ভিশন ২০৩০ থাকবে, যার আউট লাইন আমরা আগেই দিয়েছি। এখন এটার ডিটেলস (বিস্তারিত) দেওয়া হবে। এটার সঙ্গে নির্বাচনী মেনিফেস্টের (ইশতেহার) কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে সহায়ক সরকারের রূপরেখারও কোনো সম্পর্ক নেই। আমাদের যে দূরদৃষ্টি, সরকার পরিচালনার দায়িত্বে গেলে, আমরা কি কি কাজ করব, দেশকে কিভাবে দেখতে চাই, স্বপ্নটা কিভাবে দেখাতে চাই জাতিকে, সেই বিষয়গুলো তুলে ধরতে চাই।’

বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের প্রভাব সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বরাবরই বলে আসছি, যে দেশে গণতন্ত্র থাকে না সেই দেশে এই ধরণের প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না। এখানে গণতন্ত্রের মূল যে তিনটি বিষয় থাকে ইন্ডিপেন্ডেন্ট জুডিসিয়ারি (স্বাধীন বিচার বিভাগ), ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্ট (স্বাধীন সংসদ) অ্যান্ড এফিসিয়ান্ট অ্যাডমিনিস্ট্রেশন (দক্ষ প্রশাসন), এই তিনটার মধ্যে একটা আরেকটার উপরে চাপ সৃষ্টি করে, বিশেষ করে সরকার বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করে, তাহলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না।’

বিএনপি মহাসচিব আরো বলেছেন, ‘দুঃখজনকভাবে অনেকে সেটা বুঝতে পারেননি। যখন মাননীয় প্রধান বিচারপতি নিজেই বলছেন, তখন জাতির সামনে এটা পরিষ্কার হয়ে গেছে এই দেশে এখন কোনো গণতন্ত্র নেই, বিচার বিভাগ তার স্বাধীন ভূমিকা পালন করতে পারছে না।’
ডে/ট/ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে