কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে অসহায়, হত-দরিদ্র মহিলাদের ভিজিডি কার্ডের ৩ কিস্তির চাল তাদের মাঝে তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই সব কার্ডধারী সুবিধা ভুগিদের হাতে তুলে দেওয়া হয়েছে ৩০কেজি করে ৩ কিস্তি মোট ৯০ কেজি করে চাল। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইব্রাহীম খলিল, সুজাল উদ্দিন ও মাজু মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশগণ। জানাগেছে এ ইউনিয়নে মোট ৪৬১ জন সুবিধাভুগী চাল পাবেন ৪১.৪৯ মেট্রিক টন। সেইসব সুবিধাভোগীর মাঝে এসব চাল বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন এ ইউনিয়নে মোট ৪৬১টি সুবিধাভুগীদের চাল বিতরনের কার্যক্রম শুরু করা হয়েছে। তারা তিন কিস্তিতে চাউল পাচ্ছেন ৯০কেজি করে চাউল। এদিকে পবিত্র মাহে রমজান মাসে চাল পেয়ে সুবিধাভোগীদের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ করা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে