জয়নাল আবেদীন, হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: পানি নেমে যাওয়ার পর ভাঙ্গণ শুরু হয়েছে তিস্তা পাড়ে। ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি, টেপাখড়িবাড়ি ও খগাখড়িবাড়ি ইউনিয়নে এই ভাঙ্গণ দেখা দিয়েছে। এছাড়া নদীগর্ভে বিলিন হয়ে গেছে শতাধিক পরিবার। টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলিরবাজার এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বালুর বাঁধে ভাঙ্গণ শুরু হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ময়নুল হক।
কিছু অংশ ধ্বসে পড়েছে বলে জানান তিনি।
এছাড়া খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া বাঁধের ৬০মিটার ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।
তিন দফার বন্যায় ৪০টি পরিবারের জমি নদী গর্ভে গেছে এছাড়াও ভাঙ্গনের মুখে রয়েছে আরো পাঁচটি পরিবার। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে বলে জানান তিনি।
ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, তিনটি চরের প্রায় এক’শ পরিবারের আবাদী জমি ভাঙ্গণের মুখে পড়েছে। ইতোমধ্যে ৫০টিরও বেশি পরিবার নদী ভাঙ্গণের মুখে পড়ায় ওই এলাকাগুলো থেকে সরে এসেছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, কিছু এলাকায় ভাঙ্গণের খবর আমরা পেয়েছি এবং পরিদর্শণ করছি। তবে প্লাবিত হওয়ার মত নয়। তারপরও উর্দ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে