ডেস্ক স্পোর্টসঃ দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার যেন শুধু ক্রিকেট জগতে নয় পুরো মুসলিম বিশ্বের জন্য এক যুগান্তকারী খেলোয়াড়ও বলা যেতে পারে, যিনি রোজা রেখেই খেলেছেন টেস্ট কিংবা ওয়ানডে। শুধু তাই নয়, খেলোয়াড়ী জীবনে টেস্টে মাত্র ১১০ ম্যাচ খেলে ৮৫৮৩ এবং ওয়ানডেতে ১৫৮ ম্যাচ থেলে ৭৩৮১ রান কুড়িয়েছেন।

ব্যাটসম্যান হিসেবে আমলার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি সবসময় ঠান্ডা মাথায় খেলে। ক্রিকেট জীবনের শুরুতেই জার্সি পরিধান নিয়ে প্রশ্ন ওঠে। কারন জার্সিতে কোন ধরনের হারাম ড্রিংসেরবিজ্ঞাপন থাকে না। যার জন্য প্রতিমাসে ৩০০ ডলার জরিমানা গুনেন তিনি। এছাড়াও গত আইপিএলে এক ম্যাচে আউট হবার পর আম্পায়ার আউট না দিলেও নিজেই মাঠ থেকে বে হয়ে এসে বিশ্বজুড়ে সতাতার গুনে সবার মন কাড়েন এই মুসলিম ব্যাটসম্যান।

তার নামে নেই কোন অপ্রতিকর ঘটনার অভিযোগ, নেই কোন অশালীন আচরণের অভিযোগ। আর তাইতো আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের ভদ্র প্লেয়ারদের তালিকা করলে সবার শীর্ষে থাকবে হাশিম আমলার নাম ৷

 

 

A/R/D/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে