khaleda

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের দিন ১৫ই অগাস্টে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধের নালিশী মামলায় তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র বিবিসি বাংলাকে জানিয়েছেন, ওই মামলায় আদালতের সমনে খালেদা জিয়া হাজির না হওয়ায় ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

মি: মিত্র জানিয়েছেন, তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত আজ গ্রেফতারি পরোয়ানা জারির এই আদেশ দেন।

দুলাল মিত্র আরও জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে প্রতিবেদনের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করা হয়েছে।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে