vote

ডেস্ক রিপোর্টঃ নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থন লাভের আশায় ম্যারাথন দৌড়ে নেমেছেন। বসে নেই কেউ। নাওয়া-খাওয়া ছেড়েছেন। সিনিয়র নেতাদের আশীর্বাদ পেতে মরিয়া হয়ে উঠেছেন সকলেই। ঘন ঘন ঢাকামুখী হচ্ছেন। ঢাকায় বাসা বেঁধেছেন কেউ কেউ। তবে আওয়ামী লীগের সমর্থন পাওয়া নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। তৃণমূল নেতাকর্মীদের চাওয়ার চেয়ে পাওয়ার প্রত্যাশার ফারাক বিস্তর হওয়ায় সমর্থন প্রত্যাশীদের নিয়ে গুঞ্জনের ডালপালা মেলছে দিনদিন। নেতাকর্মীদের মাঝেও বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

তবে সমর্থন প্রত্যাশীদের তালিকায় বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাড. মমতাজুল হক ছাড়াও রয়েছেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শেরেবাংলা হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও জেলা যুবলীগ সভাপতি অ্যাড. রমেন্দ্র নাথ বর্ধন বাপি। এছাড়া, সাবেক ছাত্রলীগ নেতা অবসরপ্রাপ্ত উপ-সচিব মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হকও আওয়ামী লীগের সমর্থন চাইবেন বলে জোর গুঞ্জন উঠেছে। অপর দিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীনও চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে আওয়ামী লীগের দলীয় সমর্থন যেই পাক না কেন তাকে নির্বাচনী ময়দানে অনেক প্রশ্নেরই মুখোমুখি হতে হবে এ ব্যাপারে দ্বিমত নেই কারো। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সৈয়দপুর, ডোমার ও জলঢাকা পৌরসভার চেয়ারম্যান ও কমিশনারদের সিংহভাগই যেমন বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত তেমনি, নীলফামারী পৌরসভার বেশির ভাগ কাউন্সিলরই বিএনপি-জামায়াত সমর্থক। এছাড়া জেলার ৬০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের অর্ধেকই বিএনপি-জামায়াত-জাপা সমর্থক নেতাকর্মী হওয়ায় নির্বাচনী ময়দানে যে এর বিরূপ প্রভাব পড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই আওয়ামী দলীয় প্রার্থী বাছাইয়ে সবদিক বিবেচনায় না নিলে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা তৃণমূল আওয়ামী নেতাকর্মীদের।

এম/জে/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে