ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে উন্নয়নমূলক কাজের কারণে বায়ুদূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরকে ভ্রাম্যমাণ আদালত চালানোর নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। একই সঙ্গে বায়ুদূষণ নিয়ে রুলও জারি করেছেন আদালত।

জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট সচিবসহ সকলকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, রুলে ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

এ ছাড়া যেসব এলাকায় উন্নয়ন ও সংস্কার কাজ চলছে, এবং যেসব এলাকা ধুলাবালি প্রবণ, যেসব এলাকায় ৪৮ ঘণ্টার মধ্যে দিনে দুইবার পানি ছিটাতে দুই সিটির মেয়র ও নির্বাহীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে