স্টাফ রিপোর্টার: গত ২২ই মার্চ ঢাকার মগবাজারে ‘লাব্বাইক’ বাসের ধাক্কায় উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র এবং ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মোঃ আনিসুল সাকির নিহত হওয়ার ঘটনা-কে কেন্দ্র করে আজ শুক্রবার বেলা ২ টায় হাউজ বিল্ডিং-এ উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘাতক বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মানব বন্ধন করেন।

এ সময় মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন- এডভোকেট সবুজ, এডভোকেট ফরহাদ, এডভোকেট আলামীন, আমিনুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম প্রিন্স ও আরিফ সহ বেশ কিছু শিক্ষার্থী এছাড়াও বক্তব্য প্রদান করেন আইন বিভাগের শিক্ষক জনাব আশরাফুজ্জানান বাবু, ড. ওমর ফারুক মুন্সি এবং আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রফেসর জাকির হোসেন স্যার।

প্রফেসর জাকির হোসেন তার বক্তব্যে জানান, ❝আমি সড়ক দূর্ঘটনা প্রতিরোধের জন্য ইতঃপূর্বে পত্রিকায় কলাম লিখেছি এবং টকশোও করেছি আজ আবার মানবন্ধনও করছি কিন্ত তারপরেও এ সড়ক দূর্ঘটনা থামছে না, তিনি আরও বলেন যদিও সরকার এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, পরিশেষে তিনি অপরাধীকে দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ- কে আহবান জানান❞

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জানান তারা আগামী ২৭ ই মার্চ সোমবার উত্তরা বিশ্ববিদ্যালয় আইন কল্যাণ সমিতির উদ্দ্যোগে ঢাকা বার এসোসিয়েশন এর সামনে আরো একটি মানব বন্ধন করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে