888

স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ লেখক পরিষদ এর কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা  ১০ নভেম্বর ২০১৬ বিকেল ৫টায় বলাকা গ্রুপ ডিওএইচএস মহাখালী ঢাকায় অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজ এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ বুলবুল। আলোচনায় অংশ নেন কবি অর্ণব আশিক, কবি খায়রুল আনাম, কবি কর্ণেল (অব.) ইকবাল আলম, কবি ও শিক্ষাবিদ ড. ডিএম ফিরোজ শাহ, কবি এবিএম সোহেল রশিদ, কবি ও সাংবাদিক আতিক হেলাল, ছড়াকার নুরুজ্জামান ফিরোজ, ঔপন্যাসিক ফিরোজ আশরাফ, কবি হাফিজ রহমান, শিশুসাহিতিক আমিনুল ইসলাম মামুন, কবি ও লেখক বদরুল আলম, কবি মোরাই রাশেদ, কবি ও সাংবাদিক রাহুল রাজ প্রমুখ।

সভায় ড. রণজিৎ বিশ্বাস স্মরণসভা সফলভাবে শেষ হওয়ায় সন্তোয় প্রকাশ করা হয়। অনুষ্ঠানে কারিতাসকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দীপ্তিময় ব্যাপ্তি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেযা হয়। কার্যনির্বাহী পরিষদকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়া হয়।সদস্যদের ব্লেজার প্রদান বিষয়টি পরের মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলা হয়। পরিষদের প্রথম শাখা হিসেবে পটুয়াখালিকে অনুমোদন দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে