ডেস্ক স্পোর্টসঃ ফুটবলকে সর্বস্ব উজাড় করে দিচ্ছেন লিওনেল মেসি। প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছেন তিনি। তার বদৌলতে ক্ষণে ক্ষণে নতুনত্ব পাচ্ছে খেলাটি। পৌঁছছে অনন্য চূড়ায়। একজন ফুটবলার খেলাটির জন্য আর কী করতে পারেন? তাই ফুটবলেরই দরকার মেসিকে বিশ্বকাপ উপহার দেয়া- ঠিক এমনটিই মনে করছেন আর্জেন্টাইন টেনিস সেনসেশন জুয়ান মার্টিন ডেল পোত্রো।

দেশের হয়ে একাধিক টেনিস শিরোপা জিতেছেন পোত্রো। আলবেসিলেস্তেদের এনে দিয়েছেন ডেভিস কাপ। অলিম্পিক পদক জিতে তাদের ভাসিয়েছেন আনন্দের জোয়ারে। মেসির সৌজন্যে ফের উৎসবে রাঙা রঙিন আর্জেন্টাইনদের দেখার আশায় বুক বাঁধছেন তিনি, ‘আমিসহ দেশের সবাই চান- এবার তার হাতে শোভা পাক বিশ্বকাপের ট্রফি। ও অসাধারণ ফুটবলার। সে সবকিছু জেতার অধিকার রাখে। ফুটবলের দরকার তাকে বিশ্বকাপ উপহার দেয়া। আমরা সবাই আশাবাদী, এবার এ জাদুকর তা জিতবে। আর্জেন্টিনার পতাকা হাতে গোটা বিশ্বে ওকে প্রতিনিধিত্ব করতে দেখে আমি গর্বিত।’

একক নৈপুণ্যে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে তোলেন মেসি। কোপা আমেরিকার ফাইনালে তুলেছেন দুবার। তবে প্রত্যেকবারই হৃদয়ভাঙার বেদনা নিয়ে ফিরতে হয়েছে ফুটবলের বরপুত্রকে|

এর আগে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি বলেন, ফুটবলই মেসির কাছে ঋণী। ফুটবলের উচিত, তার ঋণ শোধ করে দেয়া।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে