fidel

ডেস্ক রিপোর্টঃ কিউবার কমিউনিস্ট বিপ্লবের নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্টো আর নেই। তিনি শুক্রবার রাতে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার ভাই বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো জাতীয় টেলিভিশনে এ কথা জানান।
প্রেসিডেন্ট রাউল বলেন, ‘কিউবায় বিপ্লবের সর্বাধিনায়ক আজ সন্ধ্যা ২২ টা ২৯ মিনিটে মারা গেছেন।’
ফিদেল ক্যাস্ট্রো প্রায় অর্ধশতক ধরে একদলীয় রাষ্ট্র হিসেবে কিউবা শাসন করেন। ২০০৮ সালে তিনি তার ভাই রাউল ক্যাস্ট্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
তার সমর্থকদের মতে, তিনি কিউবাকে জনগণের হাতে তুলে দিয়েছিলেন। সমর্থকদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র।
গত এপ্রিলে ফিদেল ক্যাস্ট্রো দেশটির কমিউনিস্ট পার্টির কংগ্রেসের শেষ দিনে ভাষণ দেন। তিনি তার বয়স বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, কিউবার কমিউনিস্ট ধারণা এখনও যুগপোযোগী এবং কিউবার জনগণ বিজয়ী হবে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে