326846846541--6546446-646848_n

বিডি নীয়ালা নিউজ(১১ই মে১৬)-রংপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো ১লাখ ৪৯ হাজার ৫৯২জন পরীক্ষার্থী।

এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ২১ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৮৯ দশমিক ৫৯।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ- পেয়েছে ৮ হাজার ৮৯৯ জন। এর মধ্যে জিপি-এ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৪৯৮৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৯১৫জন।

এবার শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৬২৮জন জিপিএ-৫ পেয়েছে, মানবিক বিভাগে ১৪৬জন এবং বাণিজ্যিক বিভাগে ১২৫ জন জিপিএ-৫ পেয়েছে।

দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮ জেলার মধ্যে পাসের হার বেশী রংপুর জেলায়। রংপুর জেলায় পাসের হার ৯২ দশমিক ২১। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩০৮২জন।

13139028_1299838453376824_8561671137236566095_n

এর পরে রয়েছে নীলফামারী জেলা।এ জেলার পাসের হার ৯১ দশমিক ৯৯। জিপিএ-৫ পেয়েছে ১০৭২জন।

লালমনিরহাট জেলার পাসের হার ৯১ দশমিক ৬৯। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৯৯জন।

গাইবান্ধা জেলার পাসের হার ৮৯ দশমিক ৬৬। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৮৮৫ জন।

কুড়িগ্রাম জেলার পাসের হার ৮৬দশমিক ২৬। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৬৭জন।  দিনাজপুর জেলার পাসের হার ৮৬ দশমিক ১৬। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৪১৬জন।

ঠাকুরগাও জেলার পাসের হার ৯০ দশমিক ৩৩। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৮৫৬জন।

পঞ্চগড় জেলার পাসের হার ৯০ দশমিক ৯১। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪২২জন।

আজ বুধবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের অধীন ২৫৬৯টি স্কুলের মধ্যে শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ২৬৯টি।

এবার ২টি স্কুলে একজনও পাস করতে পারেনি।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৫ দশমিক ৫০।

গতবারের চেয়ে এবার ফলাফল ভালো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে