8888888888

নীলফামারী প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জনগাঁও এলাকায় আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা এলাকায় পরিবার ও শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা হলেন কেয়া রানী (৩৫), স্বর্ণা রাণী (২০), নির্লয় (১০) নাইস (১৫) ও খরেশ চন্দ্র (৫৫)।

মঙ্গলবার ৮ টায় পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক শট-সার্কিট মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে যায়। এ সময় ৫ টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে বের হতে পারেনি কেউ।

পরবর্তীতে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে পীরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার আগে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।

অগ্নিদগ্ধদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। পরে রংপুর যাওয়ার পথে আরো তিন জনের মৃত্যু হয়। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান অগ্নিকাণ্ডে নিহতদের কথা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে