vitamin A+

বিডি নীয়ালা নিউজ(১৬ই জুলাই ২০১৬ইং )আব্দুল্লাহ আল মামুন ,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ১৬ জুলাই শনিবার দিনাজপুরের পার্বতীপুরেও অনুষ্ঠিত হলো “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” । ক্যাম্পেইনে ৬থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রংঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে লাল রংঙ্গের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন “এ” এর অভাবে রাতকানা রোগের থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবারের ন্যায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন ক্লিনিক ও অস্থায়ী ক্যাম্পে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন “এ” ক্যাপসুল শিশুদের খাওয়ানো হয়। এদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার ব্যাস্ততার কারণে অনেকে তাদের শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে না পেরে দূ:চিন্তা গ্রস্থ হলেও চার লাইনে জংশন খ্যাত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এসে পার্বতীপুর ইউনিট এর মাধ্যমে যাত্রীরা তাদের শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে পেরে স্বস্তি ফিরে পায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে