roth mela

বিডি নীয়ালা নিউজ ( ১৬ই জুলাই ২০১৬ইং) রাকিবুল হক রোমান,গাজীপুর প্রতিনিধিঃ বৃষ্টি না থাকায় জমে উঠেছে গাজীপুরের রথমেলা।গত ৬
জুলাই বুধবার  সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীঅ্যাডভোকেট আকম মোজাম্মেল
হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা
ও রথমেলা গাজীপুর জেলা শহরের রথখোলায় উদ্বোধন করার পর থেকে টানা বৃষ্টিপাতের
কারনে অনেকেই মেলায় যেতে পারেনি।কিন্তু আজ বৃষ্টি কম থাকায় মেলায়
দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা যায়।বিক্রি বেশি হওয়ায় দোকানীরাও অনেক
খুশী।বাচ্চাদের খেলনা ও মেয়েদের গহনার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্রও
কিনতে দেখা গেছে অনেককে।কেউ কেউ বন্ধু,আত্মীয়,পরিজন নিয়ে মেলায় ঘুরতে গেছে।
মেলায় পরিবারসহ ঘুরতে আসা শামীম বলেন,’ঈদে বৃষ্টির জন্য কোথাও যেতে পারিনি।আজ সবাইকে নিয়ে ঘুরতে এসে খুব মজা হল।’
ইমাম হোসেন জানান,’বেশ কদিন ধরে আমার স্ত্রীর অভিযোগ তাকে নিয়ে কোথাও ঘুরতে
যাই না।আসলে ব্যস্ততার কারনে পরিবার নিয়ে কোথাও যাওয়া হয় না। আজ একটু সময় করে স্ত্রীকে নিয়ে মেলায় আসলাম।ভালো লাগলো।’
উল্লখ্য, রথযাত্রা উপলক্ষে বিশ দিনব্যাপী জেলা শহরের রথখোলা এবং আশপাশ এলাকার রাস্তার দুই ধারে প্রায় ২ কিলোমিটার এলাকা
জুড়ে মুড়ি-মুড়কি, খেলনা, তৈজসপত্র, আসবাবপত্রসহ নানা বাহারি সব জিনিসের বিশ
দিনব্যাপী মেলা নিয়ে বসেছেন দোকানিরা। মেলায় শিশুদের মনোরঞ্জনের
জন্য নাগরদোলাসহ নানা রকমের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। হাজারো পূণ্যার্থী
রথমেলায় অংশ নিচ্ছেন। প্রসঙ্গত, দেড়শ’ বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই
মাণিক্য মাধবের রথযাত্রা ও মেলার প্রচলন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে