ডেস্ক রিপোর্টঃ আগামীকাল পল্লী কবি জসিম উদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যমে দিবসটি পালন করবে।
পল্লী কবির জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন এবং জসিম ফাউন্ডেশন যৌথভাবে তার পূর্বপুরুষের বাড়ি ফরিদপুরের গোবিন্দপুরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এখানে কবির সমাধিও রয়েছে।
সকালে বিভিন্ন সংগঠন তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে কবির বাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কবির জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও সদর উপজেলা চেয়ারম্যান খ. মোহেতাসেম হোসেন বদর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে