গোলাপগঞ্জ(সিলেট) থেকে, আজিজ খান: এক বাসচালকের যাবজ্জীবন কারাদন্ডাদেশে প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে পরিবহন ধর্মঘটের অংশ হিসাবে সারা বাংলাদেশের মতো সিলেটের গোলাপগঞ্জেও চলছে পরিবহন ধর্মঘট। আর এতে চরম ভোগান্তিতে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ। এদিকে, ধর্মঘটের সমর্থনে সিলেটসহ গোলাপগঞ্জ উপজেলায় ও  সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা যায় শ্রমিকদের। গোলাপগঞ্জ চৌমুহনী শিকপুর আমুড়া রাস্তার মুখ, ঢাকাদক্ষিণ বাইপাস, চৌঘরীসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। গাড়ি চলাচলে প্রতিবন্ধকতারও সৃষ্টি করছে তারা। এছাড়াও রাস্তায় বিক্ষোভ করতেও দেখা গেছে তাদের।

ধর্মঘটের কারণে ভোর থেকে শত শত যাত্রী গোলাপগঞ্জ চৌমুহনীতে আটকে পড়ে আছেন। নির্দিষ্ট গন্তব্যের গাড়ি না পেয়ে অনেকেই ভ্যান রিকসা ও ছোট ছোট যানে করে গন্তব্যে যেতে চেষ্টা করছে। যাদের গন্তব্যস্থান নিকটে তারা পায়ে হেটেই চলে যাচ্ছেন।  চৌমুহনীতে দাঁড়িয়ে থাকা  হেতিমগঞ্জের আরাফাত হোসেন রাহেল বলেন, আমি ব্যবসার কাজে চারখাইয়ে যাওয়ার জন্য কোনরকম বাড়ি থেকে গোলাপগঞ্জে আসি। গোলাপগঞ্জ চৌমমুহনীতে এসে শুনলাম শ্রমিকরা কোন পরিবহণ চলতে দিচ্ছেনা। সময়মত না পৌছাতে পারলে ব্যবসার অনেক বড় ক্ষতি সাধন হবে বলেও জানান তিনি।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি একে,এম ফজলুল হক শিবলি জানান, শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট গোলাপগঞ্জে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। ধর্মঘটে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব ধরনের সহিংসতা রোধ করতে পুলিশের একাধিক দল রাস্তায় টহল দিচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে