গোলাপগঞ্জ(সিলেট) থেকে, আজিজ খান: গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের উদ্যোগে স্পট মিটারিংয়ের মাধ্যমে এক দিনেই আবেদন করে সংযোগ পেল ২০ জন গ্রাহক। গ্রাহকদেরকে ভোগান্তির কবল থেকে রক্ষার লক্ষ্যে গোলাপগঞ্জ জোনাল অফিস ব্যতিক্রমধর্মী এ কর্মসূচী বাস্তাবয়ন করে। এ উপলক্ষ্যে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী বলেছেন জন দুর্ভোগ লাঘবে স্পট মিটারিং কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। এ কার্যক্রমের মাধ্যমে বৈদ্যুতিক মিটার পেতে জনগন ভোগান্তি থেকে রক্ষা পাবে বলে আমি আশাবাদি। বিদ্যুৎ সংযোগে স্পট মিটারিং কার্যক্রম আরো গতিশীল করা দরকার।  এসময় তিনি উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন বিদ্যুৎ জাতীয় সম্পদ, আমরা এ থেকে উপকৃত হচ্ছি। বিদ্যুৎ লাইন নিরাপদে থাকতে কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ নাগরিক সমাজ সহায়তা করার জন্য তিনি  সবার প্রতি আহবান জানান।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা সদর  ইউনিয়নের উত্তর গোয়াসপুরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সেক্রেটারী (সচিব), সাংবাদিক আব্দুল আহাদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাসের উপস্থাপনায় একই দিনে আবেদনের সঙ্গে সংযোগ স্থাপন স্পট মিটারিং কার্যক্রম উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি শহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল ইসলাম বাছন, স্থানীয় ইউপি সদস্য জালাল আহমদ, পল্লী বিদ্যুতের পিইউসি দিলিপ কুমার সরকার, মাওলানা মাতাব উদ্দিন। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সজিব আলী, আলাউদ্দিন, বদরুল ইসলাম, আলীম উদ্দিন, কামরুল ইসলাম, সাইবুর রহমান, আশুক আহমদ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে