উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে ১২০ টি ভোট কেন্দ্রের ৫৫৬ টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৬১৬ জন ও মহিলা ৯৫ হাজার ৬২৯ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে