ডেস্ক রিপোর্টঃ জেলার দারোয়ানী টেক্সটাইল মিলে পুনরায় সুতা উৎপাদন শুরু হবে আজ সোমবার। বিকেল সাড়ে চারটার দিকে ওই সুতা উৎপানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, উপ মহাব্যবস্থাপক মজিবুর রহমান, আরকে ইয়ার্ন টেডিং এর মালিক গোপাল চন্দ্র সাহা।
মিলটির উপ মহাব্যবস্থাপক মজিবুর রহমান জানান, তিন বছরের চুক্তিতে মিলটিতে সুতা উৎপাদন শুরু করবে নারায়নগঞ্জের আরকে ইয়ার্ন ট্রেডিং। এজন্য প্রতিবছর বিটিএমসিকে ভাড়া পরিশোধ করবে এক লাখ ৫৫ হাজার টাকা। বন্ধ থাকা মিলটিতে সুতা উৎপাদন শুরু হলে অন্তত ৫০০ শ্রমিক পুনরায় কাজ পাবেন।
সূত্র মতে, ১৯৮০ সালের ২৫ এপ্রিল ওই মিলটি চালু হয়। এসময় থেকে মানসম্মত সুতা উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখে। মিলটিতে ২৫ হাজার ৫৬ জার্মানী টাকু স্থাপনে সে সময়ে ব্যয় হয়েছিল ১১ কোটি ৯০ লাখ ২৮ হাজার টাকা। মিলে ৭০৪ জন শ্রমিক, ৯৭ জন কর্মচারী ও ২৫ জন কর্মকর্তা কর্মরত ছিলেন। মিলটি ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। এরপর ১৯৯৫ সালে লোকশানের অজুহাতে বন্ধ হয় মিলটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে