ডেস্ক রিপোর্টঃ নীলফামারী জেলা শহরে চলছে দুই দিনের তথ্য মেলা। উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত মেলার আজ বুধবার সন্ধ্যায় সমাপ্ত হবে। গতকাল মঙ্গলবার এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
মেলা কমিটির আহ্বায়ক তাহমিন হক ববী জানান, মেলায় সরকারী ২২টি ও বেসরকারী ১৫টিসহ ৩৭টি স্টল স্থান পেয়েছে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ওই মেলার আয়োজন। সরকারী ও বেসরকারী এসব দপ্তরের বিভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে মেলায়। পাশাপাশি এসব দপ্তরে তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে জনগণকে।
জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটির আয়োজনে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলম। এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, নীলফামারী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আখতার নার্গিস রেজেয়ানা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সচেতন নাগরিক কমিটির সভাপতি এসএম সফিকুল আলম, তথ্য মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক তাহমিন হক ববী, ব্র্যাকের জেলা প্রতিনিধি রইস উদ্দীন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে