img_20161014_175700_759

 ইলিয়াছ হোসাইন, নিজেস্ব প্রতিবেদকঃ গত কয়েক দিন সরকারী বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় নাড়ীর টানে বাড়ী গিয়েছে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। আজ থেকে আবার অফিস শুরু হবে তাই ঘরমুখো মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে।

গত ১১ই অক্টোবর  সরকারী ছুটিতে পালিত হয় হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শ্বারদীয়
দূর্গাপূজা।  এ উপলক্ষে  হিন্দু ধর্মলম্বী লোকদের মাঝে এক আনন্দগণ পরিবেশ পরিলক্ষিত হয়।
পরদিন ১২অক্টোবর মুসলমান শিয়াদের তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোকবহ অনুষ্ঠানের মাধ্যমে  পালিত হয় ১০শে মুহররম। এ দিনে নবী দৌহিত্র হযরত হোসাইন রাঃ কে কারবালার ময়দানে স্বপরিবারে শহীদ করা হয়েছিল।এ উপলক্ষে পালিত হয়ে আসছে দিনটি।

স্ব স্ব ধর্মের উৎসব পালন শেষে নিজ কর্ম সংস্থানে ফিরছে মানুষ। এ দিকে রাস্তায় যানজটের ফলে ভূগান্তির শিকার হচ্ছেন বলে জানান এক যাত্রী।

বগুড়া থেকে আসা রমেশ জানান,  “পূজায় বাড়ী  গিয়েছি। মা বাবার সাথে পূজা করতে
পারায় অনেক ভালো লাগছে।

জামালপুর থেকে আসা রফিক জানন,  ছুটিতে  বাড়ী গিয়ে পরিবারে সাথে সময় কাটিতে পেরে  অনেক ভালো লাগছে। কিন্তু এখন অবার জান্ত্রিক জন্ত্রনায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি জ্যামে।

আমাদের সোনার দেশে স্ব স্ব গৌরবে পালিত হবে নিজ নিজ উৎসব, থাকবে না  হিংসা ও ভেদাভেদ এমনটি প্রত্যাশা সকলের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে