14686408_1430397780320890_295976897_n

…………গুলরোখ মনি

 

“আজব টাকার শহর”

অাজব শহর ঢাকা
নাম দেই তার টাকা,
টাকা ছাড়া পথ চলার
কোন উপায় নাই,
ভাবতে থাকি টাকা আমি
কোথায় গেলে পাই।

ঢাকায় এসে সব লোকেরই
চিন্তাধারা টাকা
কেমনে আমি চলতে পাব
আজব শহর ঢাকা।

জনগনের মাঝে আমি
দেখি নয়ন বুঝে
শার্ট, প্যাণ্ট, টাই হাতে ব্যাগ
যাচ্ছে টাকার খোঁজে।।

“ছোট দাদু”

ছোট দাদু ছিলেন যে এক বিখ্যাত খেলোয়ার
খেলার ঝোঁকে বেড়াত সে যে অনেক দেশান্তর।

দেশ-বিদেশের খেলার কথা
বলত দাদু অামায়
অার বলত এমন বেড়া বেড়াতে
কজন পায়।।

দাদুর কাছে জানিনা তার
প্রিয় মানুষ কে?
ভাবতাম আমি!
আমি বোধহয় প্রিয় মানুষ সে।।

সংবাদপত্র শোনা যে খুব
ছিল দাদুর নেশা
প্রথমে তার খেলার খবর
জানতে চাওয়া পেশা।।

বৃদ্ধ যখন হলো দাদু
এই পৃথিবীর বুকে
ভাবতাম আমি;
এমন ভাল,বাসবে আমায় কে।।

যখন দাদু পৃথিবী থেকে
নিলেন চিরবিদায়
মজার মজার কথা আমি
শুনব না আর হায়।।

“কোথায় তুমি”

তুমি কোথায় পৃথিবীর বুকে
রেখে গেছ কিছুটা মমতা!
সবাই তোমাকে বিদায় দিয়েছে দুঃখের সহিত
আমিও তোমার মত দুঃখ নিয়ে চলে যাব কোথাও
চির অন্ধকার এক পথে!
যে পথে থাকবে না তোমার কোন পদচিহ্ন
থাকবেনা কোন অগ্রপথিক!

তুমি কি দূর দিগন্তে কোথাও চলে গেছ
কোন এক নিষ্পাপ শহরে?
সেখানে বাস্তবতার সঙ্গে কোন কি মিল নেই,
কেউ কিছু বলবারও নেই?
সেখানে কোন শাষন, কোন জয়-পরাজয়,
নেই কি কোন উঁচুু-নীচুর সমাদর?

যেখানে; সমতল সবুজ মাঠের মত সমান
সেখানে; আমি অন্ধকার নদীতে ভাসিয়ে দিব
তোমার স্মৃতির দীর্ঘ তরী।
মাগো; তুমি কোথায়?
আমিও চলে যাব আস্তে আস্তে বহুদূরে;
দূরে কোথাও।

“দুঃখের গান গাও”

দুঃখী আমি ব্যার্থ আমি
এই পৃথিবীর বুকে
সুখ বুঝি আর আসবে না হায়!
আমার হৃদয় ভরে।

দুঃখের বোঝা কোথায় আছে
দেখিয়ে দাও আমায়
দুঃখ আমার সহ্য হবে
ভয় হবে না তোমার।

বল তুমি দুঃখের গান
আমার কাছে এসে
দুঃখীকে বোঝানো শক্তি
আমার সে যে আছে।

সব দুঃখীরাই দুঃখ বুঝে
এই পৃথিবীর পরে
সুখ বুঝি আর আসবে না হায়
আমার হৃদয় ভরে।।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে