রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় র‍্যাবের ১৭টি টিম কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জানান, মার্কেটের ভয়াবহ আগুনে র‍্যাবের ঢাকা ব্যাটালিয়ন থেকে ১২টি টহল দল এবং সাদা পোশাকে ৫টি টিম যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। এ ছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল, সেনাবাহিনীর সদস্যরা যুক্ত হয়েছেন।

ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট।

বিষয়টি পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ।

তিনি জানান, শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে