কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ “মাগুড়া উচ্চ বিদ্যালয়ের” অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আনোয়ার হোসেন বার্ধক্যজনিত কারণে বৃহস্পতি সন্ধায় ইন্তেকাল করেন। ইন্না-নিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজেউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। এক পুত্র, দুই কন্যা, স্ত্রী, নাতী-নাতনি, আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান।

মরহুমের জানাজা নামাজ মাগুড়া চেকপোষ্ট কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

শিক্ষক আনোয়ার হোসেনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ। যরা শোক প্রকাশ করেছেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয়পার্টি মাগুড়া ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান মিঠু, বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোকছেদুল হাসান মন্ডল, মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মেজবাহুজ্জামান, মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের প্রভাষক ড, পরিতোষ চন্দ্র রায়, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহঃসভাপতি কাওছার হামিদ, পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান (মানিক), গোলাম কিবরিয়া, অরবিন্দু বিশ্বাস, ব্যাংকার আব্দুল হাই (মিঠু), গোলজার রহমান, ছায়ফুল ইসলাম পলাশ প্রমূখ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতসহ শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদন জানিয়েছেন। তেনার এক বিবৃতিতে জানান আমরা একজন ভাল শিক্ষকেই নয় একজন অভিভাবককে হারালাম যা কোন দিন পুরণ হবার নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে