উজ্জ্বল রায়, নড়াইল থেকে: সকাল সাড়ে ৮টায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল।
সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিসিপ্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সরকারি মালামালের হেফাজত, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালীকরণের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মটরসাইকেল না চালানো, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়া পুলিশ সদস্যদের কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপার কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস, এম, কামরুজ্জামান, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে