কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পুতুল সাউন্ড সার্ভিস এর আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশত চব্বিশ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কবির জীবন সাহিত্যকর্ম বিষয়ক আলোচনা ও এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর আত্রাইয়ের ঐতিহ্যবাহী পাঁচুপুর কালিবাড়ি মন্দির চত্বরে আলোচনায় মূল্যবান বক্তব্য রাখেন আত্রাই মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক দ্বীন মোহম্মাদ, খন্দককার বাবুল আকতার, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, আত্রাই পুতুল সাউন্ড সার্ভিস এর স্বত্বাধিকার শ্রী প্রদীপ কুমর সরকার প্রমূখ। আলোচনা শেষে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠানে এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে পুতুল সাউন্ড সার্ভিস এর পক্ষ থেকে নিজ্স্ব অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়। বিদ্রোহী কবি নজরুল প্রেমিক কবির প্রতি শ্রদ্ধা ও সন্মান জানিয়ে আত্রাই পুতুল সাউন্ড সার্ভিস এর স্বত্বাধিকার শ্রী প্রদীপ কুমর সরকার বারো বৎসর ধরে কবির জন্মজয়ন্তী উদযাপন করে আসছেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে